কথায় আছে, ভ্রমণ মানুষকে বিনয়ী করে তােলে এবং জানতে পারে পৃথিবীর তুলনায় সে কত ক্ষুদ্র। তবে কথাটা আমার নয়। বিশ্ব বিখ্যাত ব্যক্তিত্ব গুস্তাভ ফ্লবেয়ারের। আর আমার কাছে সেই কথাটাই হল যখন মন চাইবে বেরিয়ে পড়াে। আর তাই সমস্ত ব্যস্ততাকে দূরে সরিয়ে কলকাতা থেকে ৩০০ কিমির মধ্যে গালুডি যাওয়ার প্ল্যান করে ফেলি। একা একা কোথাও যেতে ভালাে লাগে না। তাই ছােটবেলার বন্ধুদের রাজি করালাম অনেক কষ্টে। কারণ আমার সময় হলেও তাদের তাে অনেক কাজ। সে যাই হােক, রইল ঝােলা, চলল ভােলা এবার অন্যকিছুর খোঁজে। গােছগাছের ব্যাপারে ভীষণ রকম খামখেয়ালি আমি, কিন্তু যেখানে দু’চাকা আছে। সেখানে কোনও কম্প্রোমাইজ নয়। আর তাই বেরিয়ে পরার আগে একবার গাড়ির সমস্ত পার্টস থেকে শুরু করে তেল সবকিছু দেখে নিলাম। একটু তাড়াতাড়ি বেরােলে যাতে পৌঁছে যাই গন্তব্যে, তাই ৩টের অ্যালার্ম দিয়ে রাখলাম। বাকিদেরও জানিয়ে রাখলাম ঠিক এই সময়ে চলে আসতে। ভাের ৩টে ৩০। শহর কলকাতার ঘুম ভাঙেনি এখনও।  পাগল চৈতি হাওয়া হালকা বয়ে যাচ্ছে গলির মােড়ে, ঘুমন্ত বাড়িগুলাের ওপর। আমরা তিন বন্ধু মাথায় হেলমেট চাপিয়ে রওনা হলাম অদেখা ঝাড়গ্রামের দিকে। সৌম্য, বিকি আরContinue Reading

কাজের সূত্রে আমাকে পুণে’তে থাকতে হয়। বাঙালি মাত্রেই যে ঘরকুনো বলে অনেকে, আমি ঠিক সেরকম নই। ঘুরতে ভালোবাসি ভীষণ। উইকেন্ডে আমার দু’চাকার বান্ধবীকে নিয়ে বেরিয়ে পড়ি যেখানে ইচ্ছে সেখানে। আর এই ইচ্ছে’কে আটকে রাখে কার সাধ্যি। কোভিড সিচুয়েশন আমাদের অনেক কিছুই বদলে দিয়েছে গত বছর থেকে। ২০২০-তে আমিও পুণে’তে আটকেContinue Reading