স্টাইল নোটস ।। Nail Arts-এর কারিকুরি

পুজো আসছে। আর পুজো আসা মানেই নতুন সাজ, তার সঙ্গে খাওয়া দাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া রয়েছে। তবে এখন ফ্যাশনে ইন নেইল আর্টস। মোম মসৃণ ত্বক, আলো পিছলে যাওয়া চুল আর নিখুত মানানসই মেকআপ ভোল বদলে দিতে পারে আপনার।

অনেক সময় মহিলারা নিজেদের পোশাকের সঙ্গে মিলিয়ে নেইল পলিশ পড়ে। তবে এক্ষেত্রে কিন্তু একটা জিনিস করতেই পারেন। শুধু ম্যাচিং করে নেল পলিশ না পড়ে সুন্দর নেইল আর্ট করুন। এতে নখের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং সব জামা কাপড়ের সঙ্গে ম্যাচিং-ও করতে হবে না। তবে সবসময় যে পার্লারে যেতে হবে এমন তো কথা নেই। আর হাতে সময় না থাকলে আপনি নিজেই বাড়িতে করে ফেলতে পারেন নেইল আর্ট।

নিচে রইল বিভিন্ন ধরণের নেইল আর্ট-এর হদিশ-

টু-টোন নেইল আর্ট

এই ধরনের নেইল আর্ট ডিজাইনগুলি করতে সবচেয়ে সহজ এবং বেশ স্টাইলিশ লুকসও দেয়। বাড়ি বসে দুই ধরনের নেইল পলিশ দিয়ে করে নিতে পারেন এই ধরনের ডিজাইন।

কিভাবে করবেনঃ

  • একটি মেরুন এবং কালো রঙের নেইল পলিশ, একটি নেইল স্ট্রাইপ।
  • প্রথমে মেরুন কালারের নেইল পলিশ দুবার কোট করে লাগিয়ে নিন।
  • শুকিয়ে গেলে নেইল স্ট্রাইপ আড়াআড়িভাবে বসিয়ে নিন।
  • এবার নখের উপরে আড়াআড়িভাবে কালো কালারের নেইল পলিশ ধীরে ধীরে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ওয়াটার কালার দিয়ে একবার কোট করে নিলেই রেডি টু-টোন নেইল আর্ট।
  • নেইল স্ট্রাইপ ব্যবহার না করতে চাইলে পেন্সিল দিয়ে আড়াআড়িভাবে দাগ কেটে তারপর কালো কালারের নেইল পলিশ দিয়ে ডিজাইন করতে পারেন।

ফেঞ্চ ম্যানিকিওর নেইল আর্ট

এই ধরনের নেইল আর্টগুলি করা খুব সহজ এবং পরিশ্রম কম। ফেঞ্চ ম্যানিকিওর নেইল আর্ট স্বাভাবিক নখের রঙের উপর একটু উজ্জ্বল ছোঁয়া। নখের উপরের অংশটা সাদা রঙের এবং নীচের অংশটা হবে ওয়াটার কালার।

কিভাবে করবেনঃ

প্রথমে নেইল রিমুভার দিয়ে ভালোভাবে নখ পরিষ্কার করে নিন।

পিংক, ওয়াটার কালার এবং সাদা রঙের নেইল পলিশ নিন।

প্রথমে ওয়াটার কালার নেইল পলিশ দিয়ে একবার কোট করে নিন।

ওয়াটার নেইল পলিশ শুকিয়ে গেলে পিংক কালার নেইল পলিশ লাগিয়ে নিন। (দুবার কোট করে নিন)

এবার নখের উপরে যেটুকু অংশ আপনি সাদা করতে চান, খুব ধীরে ধীরে সেখানে সাদা নেইল পলিশ লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ওয়াটার কালার নেইল পলিশ দিয়ে আরও একবার কোট করে নিন। এতে নখটা দেখতে উজ্জ্বল লাগবে। ( এক্ষেত্রে আপনি চাইলে সাদা রঙের স্টিকার লাগিয়ে নিতে পারেন)।

ফেঞ্চ ম্যানিকিওর নেইল আর্টগুলিতে এখন সাদা কালারের পরিবর্তে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করা হয়। আপনি চাইলে ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছামতো নেইল কালারটি।

ব্রাইডাল নেইল আর্ট

বিয়ের কনের হাতে ব্রাইডাল নেইল আর্ট বেশ দারুণ মানায়। নখের মধ্যে গ্লিটারের ছোঁয়া, ইউনিক লুকস আনে। আপনি যেকোনো কালারের গ্লিটার বা যেকোনো কালারের নেইল পলিশ ব্যবহার করতে পারেন।

কিভাবে করবেনঃ

প্রথমে পিংক কালারের নেইল পলিশ, সিলভার কালারের গ্লিটার বা গ্লিটার পাউডার, নেইল ব্রাশ নিন।

এবার পুরনো নেইল পলিশ তোলার জন্য রিমুভার নিন এবং নখ পরিষ্কার করে নখে হালকা ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

পিংক কালারের নেইল পলিশ লাগিয়ে নিন। একবার শুকিয়ে গেলে আবার পুনরায় পিংক কালার নেইল পলিশ দিয়ে কোট করে নিন।

দ্বিতীয়বার নেইল পলিশ শুকানোর আগে গ্লিটার পাউডার ছড়িয়ে দিন।

এবার ব্রাশের সাহায্য লুজ গ্লিটার ছড়িয়ে নিয়ে শুকিয়ে নিন।

বিয়ের কনের জন্য ব্রাইডাল নেইল আর্টে মেরুন কালার নেইলপলিশ এবং সোনালী রঙের গ্লিটার ব্যবহার করলে বেশি মানানসই লাগবে।

পলকা ডট নেইল আর্ট

পলকা ডট নেইল ট্রেন্ড এখন বেশ প্রচলিত। এটা খুব জনপ্রিয় নেইল আর্ট ডিজাইন। অনেক মেয়েদের হাতেই এই ধরণের নেইল আর্ট দেখতে পাওয়া যায়। করাও খুব সহজ। যেকোনো পোশাকের সঙ্গেও বেশ মানানসই এবং নখগুলি দেখতেও বেশ ভালো লাগে। যেকোনো দুই ধরণের কালারের নেইল পলিশ দিয়ে সহজেই করে নেওয়া যায়।

কিভাবে করবেনঃ

আপনার পছন্দ মতো যেকোনো দুটি কালারের নেইল পলিশ বেছে নিন।

প্রথমে নখ ভালোভাবে পরিষ্কার করে নিন।

এবার দুই কোট করে প্রথমে একটি কালারের নেইল পলিশ লাগিয়ে নিন।

শুকিয়ে গেলে একটি ছিদ্রযুক্ত ব্যান্ড এইড নখের উপর রাখুন। (নখের আকারে ছিদ্রযুক্ত ব্যান্ড এইডটি কেটে নিন)

এবার আরেকটি নেইল পলিশ দিয়ে ওই ছিদ্রযুক্ত ব্যান্ড এইড উপরে ডটের মতো লাগিয়ে ফেলুন।

শুকিয়ে গেলে ব্যান্ড এইড সরিয়ে ফেলুন।

ছিদ্রযুক্ত ব্যান্ড এইড ব্যবহার না করলে ডট করার জন্য আপনি রঙিন পেন্সিল ব্যবহার করতে পারেন।

রংধুনু নেইল আর্ট

একটি নেইল আর্টে নানা ধরণের কালার ব্যবহার করে ডিজাইন করে নিতে পারেন রংধনু নেইল আর্ট। এই ধরণের নেইল আর্ট করতে ভিন্ন কালারের নেইল পলিশ লাগবে এবং যেকোনো পার্টিতে আপনি এই ধরণের নেইল আর্ট ট্রাই করতে পারেন।

কিভাবে করবেনঃ

প্রথমে সাদা বেইজ কোট এবং রংধনু রঙের যেকোনো পাঁচটি কালারের নেইল পলিশ নিন।

এবার নেইল রিমুভার দিয়ে নখগুলি ভালোভাবে পরিষ্কার করতে হবে।

প্রথমে নখগুলি সাদা বেইজ কোট লাগিয়ে নিন। এবার শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।

এবার একটি স্পঞ্জ নিন।

স্পঞ্জে ওই পাঁচ রঙের নেইল পলিশ লাগিয়ে নখের উপরে ছাপ দিন। শুকিয়ে গেলে ওয়াটার কালারের নেইল পলিশ দিয়ে কোট দিয়ে নিন।

ট্রাই কালার ক্লাউড নেইল আর্ট

এই ধরণের নেইল আরত ডিজাইনগুলি বেশ রঙিন এবং উজ্জ্বল। এই নেইল আর্টগুলি করা খুব একটা কঠিন নয় এবং এর জন্য এক্সট্রা কোন নেইল পেন্সিলের প্রয়োজন হয় না। নখের সামনের দিকটা দেখতে অনেকটা মেঘের মতো লাগে।

কিভাবে করবেনঃ

একটি পিংক, সাদা এবং কমলা কালারের নেইল পলিশ নিন এবং একটি ওয়াটার কালার নেইল পলিস।

প্রথমে নখগুলি নেইল রিমুভার দিয়ে পরিষ্কার করুন এবং ওয়াটার কালার নেইল পলিশ লাগিয়ে নিন।

ওয়াটার কালার নেইল পলিশ শুকিয়ে গেলে প্রথমে পিংক কালার নেইল পলিশ দিয়ে নখের উপরের দিকে এঁকে নিন। যেমন ছবিতে রয়েছে। একটি ব্রাশ ব্যবহার করে মেঘের মতো আকৃতি করে নিন।

পিংক নেইল পলিশ শুকিয়ে গেলে একইভাবে পিংক নেইল পলিশ এর উপর একটু এক ইঞ্চি ফাঁকে সাদা এবং কমলা নেইল পলিশ লাগিয়ে নিন।

একদম শেষে ওয়াটার কালার দিয়ে কোট করে নিন।

আপনি চাইলে এই তিনটি নেইল পলিশের পরবর্তী অন্য তিনটি কালারের নেইল পলিশ ব্যবহার করতে পারেন।

স্ট্রাইপ নেইল আর্ট

স্ট্রাইপ নেইল আর্ট অনেকেই ব্যবহার করেছেন। তবে অনেক সময় বাড়িতে ঠিকভাবে এই স্ট্রাইপ নেইল ডিজাইন অনেকেই করতে পারে না। তবে এই ধরণের নেইল আর্টগুলি দেখতে বেশ স্টাইলিশ দেখায়। স্ট্রাইপ নেইল আর্ট ভিন্ন ধরণের হয়, তবে এখানে একটি সহজ পদ্ধতিতে স্ট্রাইপ নেইল আর্ট করার নিয়ম রইল।

কিভাবে করবেনঃ

একটি শ্যাওলা ও হলুদ রঙের নেইল পলিশ নিন এবং ওয়াটার কালার নেইল পলিশ, স্ট্রাইপ টেপ জোগাড় করুন।

প্রথমে হলুদ কালার নেইল পলিশ লাগিয়ে নিন।

নেইল পলিশ শুকিয়ে গেলে নখের উপর আড়াআড়িভাবে টেপ লাগিয়ে নিন।

টেপের উপর শ্যাওলা রঙের নেইল পলিশ লাগিয়ে শুকানোর আগে টেপগুলি তুলে ফেলুন। টেপগুলি তুলে ফেললে ছবির মতো ডিজাইন হয়ে যাবে।

এবার শুকিয়ে ওয়াটার কালার নেইল পলিশ দিয়ে কোট করে নিন।

 

Leave a Reply

Your email address will not be published.