তুলির টানে অপরূপা

নারীর সৌন্দর্যের গােপনীয়তা কোথাও যেন লুকিয়ে তার রুচিশীল সাজসজ্জার মধ্যে। তা হালকা সাজই হােক অথবা একটু বােল্ট বা ব্রাইট। সবেতেই চাই নিখুঁত টাচাপ। আর সেই টাচ-আপ তখনই সম্পূর্ণ হয়, যখন মেকআপ কিটের পাশাপাশি তাকে হাইলাইট করতে হাতের সামনে থাকে মেকআপ ব্রাশের সবকটি সেট। কিন্তু মেকআপ ব্রাশ থাকলেই হলাে না, ফিনিশিং টাচ–আপের জন্য চাই প্রপার গাইডলাইন। আর তাই কোন মেকআপ ব্রাশ কোন মেকআপ প্রডাক্টে আপনাকে সাহায্য করবে তারই দেওয়া হল একটি ছােট্ট গাইড–লাইন।

  • আইলাইনার ব্রাশ- এই ব্রাশটি দেখতে খুবই সরু আকৃতির। এটি দিয়ে সাধারণত লিকুইড আইলাইনার থেকে শুরু করে, জেল বা যে কোনও ধরণের আইলাইনার ব্যাবহার করতে পারবেন আপনি। কারণ এই ব্রাশটি একটি পয়েন্ট ব্রাশ। আর এটি আপনার মায়াময়ী চোখ দুটিকে নিখুঁত আকার দিয়ে খুব কমসময়ের মধ্যেই করে তুলতে পারবেন আরও আকর্ষনীয়। শুধু তাই নয় এই ব্রাশটি দিয়ে আপনি আপনার ঠোঁটের দিতে পারেন নিখুঁত আকৃতি।

  • স্পঞ্জ টিপ ব্রাশ- এটি মুজ স্মােকি আই অথবা আই শেড কালার ব্লেন্ডিং করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

  • মিডিয়াম আইশ্যাডাে- বাশটি দিয়ে যে কোনও আকারের যে কোনও রঙের আইশ্যাডাে ব্যবহার করুন অনায়াসে।

  • পেন্সিল ব্রাশ- এটি মেকআপের প্রায় সব কাজেই ব্যবহার হয়। সাধারণত যে সকল রমনীদের মুখের তুলনায় ছােট চোখ, তাদের ক্ষেত্রে এই ব্রাশটি খুবই লাভজনক। কারণ এই ব্রাশটি দিয়ে খুব সহজেই আইশ্যাডাের মাধ্যমে ক্ষুদ্র নয়ন দুটিকে করে তােলা যায় আরােও আকর্ষনীয়। এছাড়াও চোখের আপার লাইনে আইশ্যাডাে ব্লেন্ড এবং আউটার কর্নার আরােও নিখুঁত করে তুলতে এর জুরি মেলা ভার। শুধু তাই নয় চোখ দুটিকে মায়াময়ী করার ক্ষেত্রে চোখের ইনার কর্নারে শ্যাডো ড্রপের পাশাপাশি হাইলাইটসেও সাহায্য করে থাকে এই ব্রাশটি। তাছাড়াও ব্রো–এর কোনটাকে। হাইলাইট এবং লিপ কালারের ক্ষেত্রে এই পেন্সিল ব্রাশটি খুবই সাহায্য করে থাকে। এক কথায় বলতে গেলে এটি মাল্টিপারপাস ব্রাশ।

  • মাসকারা ব্রাশ- মাসকরা ব্রাশটি ভেঙে গেছে বা হাতের সামনে পাচ্ছেনা। ভাবছেন কি করে মাসকরা ব্যবহার করবেন চোখ দুটিতে। চিন্তার কোনও কারণ নেই। মেকআপ ব্রাশ গুলির মধ্যে যদি মাসকরা ব্রাশটি থাকে তাহলে একেবারে চিন্তামুক্ত। এই ব্রাশটির সাহায্যে আপনি আপনার চোখের পাতা দুটি ও তার সঙ্গে আইব্রো কারেকশন করতে পারবেন খুব সহজেই।

রাউন্ড ব্রাশ- এই ব্রাশটি সাধারণত রাউন্ড সেপের হয়। এটির সাহায্যে আইশ্যাডাে ব্লেন্ট ও ক্রিস লাইনের ক্ষেত্রে আনতে পারেন নিখুঁত টাচ।

  • টেপাড় শেপের ব্রাশটি-  অন্যান্য ব্রাশের তুলনায় একটু আলাদা। কারণ এই ব্রাশটি সব ধরণের চোখের জন্য । একেবারেই না। সাধারণত যাদের চোখ বেশ বড় নিখুঁত সেই সকল চোখে আইশ্যাডাে এপ্লাইয়ের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে।

  • আই গ্রুমার ব্রাশ- এটি দিয়ে সাধারণত আইব্রো ফোম করা হয়ে থাকে। পাশাপাশি আইব্রোর নিখুঁত লুক দেওয়ার ক্ষেত্রেও আই গ্রুমার ব্রাশ পারফেক্ট।

  • ডিয়ার ফুড ব্রাশ- এই ব্রাশটি আইশ্যাডাে ব্লেন্ড, নােস কারেকশন এর কাজ করে থাকে। পাশাপাশি ডিয়ার ফুড ব্রাশটির সাহায্যে নাকের একটি পয়েন্ট ধরে মেকআপ ব্লেন্ড করা হয়। এছাড়াও যে কোনও আকারের নাক সহজেই টিকালাে আর সুন্দর করতে এই ব্রাশটি জাদুর মতাে কাজ করে থাকে।

  • কথায় বলে চোখ হলাে মনের আয়না-তাই মুখশ্রী যতই সুন্দর আর নিখুঁত হােক না কেন, মুখের তুলনায় চোখ যদি ছােট হয়, তাহলে তা অনেক সময় হয়ে ওঠে চিন্তার বিষয়। কিন্তু স্মল আইশ্যাডাে ব্রাশ থাকতে এখন আর সেই চিন্তা নেই। এই ব্রাশটির সাহায্যে যাদের ছােট চোখ সেই সকল চোখে আইশ্যাডাে এপ্লাইয়ের মাধ্যমে আরােও বড়াে করে তােলা হয়। এছাড়াও আইবল এড়িয়াতে ও ব্রো–বােনে হাইলাইটার কালার এপ্লাই করা হয়ে থাকে স্মল আইশ্যাডাে ব্রাশটির সাহায্যে।

আইব্রো কারেকশন ব্রাশ- এটি বেসিক্যালি দেখতে ফ্ল্যাট মিডিয়াম সেপের হয়। বলাই বাহুল্য, আপনারা বুঝতেই পারছেন ব্রাশটি কী কাজে ব্যবহার করা হয়ে থাকে। কারন এই ব্রাশটির নামের মধ্যেই লুকিয়ে আছে এর কাজের ভূমিকা। এটি সাধারণত, চোখ থেকে ভুরু নিখুঁত করতে কাজে লাগে। সুতরাং পারফেক্ট মেকআপের শেষ টাচআপে এর জুড়ি মেলা ভার।

  • লার্জ আইশ্যাডাে ব্রাশ- এই ব্রাশটির সাহায্যে সিঙ্গেল আইশ্যাডােকে হালকা হালকা করে ব্লেন্ড করা হয়ে থাকে। এছাড়াও যে কোনও হাইলাইটেড পয়েন্ট যেমন, চিকবােন, চিন, দুটি ভুরুর মাঝের অংশ হাইলাইট করা হয়ে থাকে।

  • প্যান ব্রাশ – আপনার স্কিনের মতােই স্পর্শকাতর প্যান ব্রাশ। কারণ এটি খুবই সৌখিন একটি ব্রাশ। ব্রাশটি শুধু সৌখিনই না পাশাপাশি এটি দেখতেও সুন্দর। এই ব্রাশ দিয়ে হালকা হাইলাইটার এপলাই করা হয়ে থাকে।

  • ফাউন্ডেশন ব্রাশ- এটি সাধারণত ব্যবহার হয়ে থাকে ফেস ফাউন্ডেশন এপ্লাই এর ক্ষেত্রে। যে কোনও ক্রিম জাতীয় ফাউন্ডেশন এই ব্রাশের সাহায্যে আপনি আপনার ফেসে এপ্লাই করতে পারবেন।

  • সুন ওভাল ব্রাশ- ব্রাশটি দেখতে অনেকটা চামচের মতাে। এটি দিয়ে আপনি বেশ কয়েকটি মেকআপ এপ্লাই করতে পারবেন। ফাউন্ডেশন থেকে শুরু করে পাউডার, ক্রিম জাতীয় যে কোনও মেকআপ এপ্লাই ও তার সঙ্গে ব্লেন্ড করতে পারেন শুন ওভাল ব্রাশটির মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published.