খোলা জানালা

বৃষ্টি ভেজা শরৎ-এর আকাশ, আর চারিদিকে শিউলি ফুলের গন্ধ৷ জানান দিচ্ছে মা আসছেন। আর কয়েকদিনের ব্যবধান মাত্র। তার পরেই শুরু মণ্ডপ হপিং! তাই বন্ধুরা রেডি তো? মানে কেনাকাটা শেষ তো? নাকি এখনও কিছু বাকি আছে? ভিড় দেখে আপাতত অনলাইনেই কেনাকাটির কথা ভাবছেন? আর ভুড়ি ভোজ?

এই সবকিছু নিয়েই শারদ বরণ ১৪২৮-এর খোলা জানালায় ঘরে বাইরে অদ্বিতীয়াদের মুখোমুখি অদ্বিতীয়া ম্যাগাজিনের গোটা টিম।

Leave a Reply

Your email address will not be published.