মার্স
২০২৪ না ২০৩৭?
ডেস্টিনেশন মার্স
মার্সে একসময় সমুদ্র ছিল
জল ছিল
অনেক অনেক জল ছিল।
মার্সে একসময় হয়তো প্রাণও ছিল।
পৃথিবীতে প্রাণ আছে
অনলাইন অফলাইন সারাবছরই ঘরে ঘরে পৌঁছে যায় মার্স চকলেট।
দিন যায়।
রাত আসে।
অন্ধকারকে আলো দেখায় লন্ঠন ধরা কাগজকুড়ানি রমা
ছেলে বলে আমাকে দুনিয়ায় না এনে একফালি মার্স চকলেট আনতে পারতিস তো।
আকাশের দিকে তাকাই।
যুদ্ধ বিধ্বস্ত শহর ছাড়িয়ে মঙ্গল তখন উজ্জ্বল হয়ে ফুটেছে আকাশে।
নিরাপদ কবিতা
বহুদিন ধরে একটা কৃষ্ণচূড়ার সঙ্গে
ভাব জমাব ভেবেছি
স্টেশনের ধারে চুপ করে দাঁড়িয়ে থাকে
রীনা ৮.৩৭-এর লোকাল ধরে
কপালে ব্যান্ড-এইড
আমি রাত ৯.০৩-এ ফিরি কপাল পুড়িয়ে
দূরে কোনো এক নেবুলায় হিংসে আর মিহি চালাকি জন্মাছে
এইমাত্র ইঁদুরকলে আটকে পড়ল আর একজন কলকাতাবাসী
স্তব্ধতা দিয়ে তৈরি কৃষ্ণচূড়া
সব বোঝে
কিছু বলে না