বিদ্যুৎ রাজগুরু

হাতছানি 

হরিণ শিশু পথ হারিয়ে
বনের মাঝে ক্রন্দনে
সাগর মাথায় বরফ গলে
তোমার ঠোঁটের চুম্বনে।

ভুরুর নীচে চোখের তারায়
বনের পাখি চন্দনা
ঊষর বুকে ভরদুপুরে
জলপরিদের আলপনা।

দূর পাহাড়ে আলোর পাখি
নীলনীলিমায় সন্তরে,
মাদল বাজে ধিতাং বোলে
আমার প্রিয়ার অন্তরে।

মনকেমনের বিকালবেলায়
তোমায় ছোঁয়ার হাতছানি,
সবুজ সবুজ মনের বাঁকে
তোমার রূপের ঝলকানি।

Leave a Reply

Your email address will not be published.