তৈমুর খান

একটি ভালো দিন

আজ বিকেলে সুন্দর চা খেলাম

হাঁটুর ব্যথা বলে হাঁটতে বেরোইনি দুদিন

গতকাল এক আয়নাওয়ালা আয়না দেখিয়ে গেছে

আমি ও আমার আত্মীয়-স্বজন সবাই দেখেছি মুখ

শুধু মুখের ভাষা গোপন করে রাতের পাহাড়ের দিকে চলে গেছি চুপচাপ

আমাদের ভেতরের ঘরের বন্ধ দরজায়

কেউ কেউ বসেছিল

ওরা এত কুৎসিত কেউ আয়না দেখেনি কোনোদিন

কোনো কোনো পরামর্শ এসেও ফিরে গেছে

আমরা শুধু দূর থেকেই ওদের নাম দিয়েছি তালিবান

এত ভালো দিন ছিল আজ

শুধু রোদের নাম ছিল খচ্চর!

 

২ Comments

  1. অসাধারণ কবিতা। দূরে থেকে অনেক কিছুই মনগড়া ভেবে নেওয়া যায়, অজুহাত দেখিয়ে এড়ানো যায় কিন্তু প্রকৃত সত্য জানতে হলে বিষয়কে গ্রহণ করতে হয়, সাথে থাকতে হয় বা তার মধ্যে প্রবেশ করতে হয়। খুব ভালো লাগলো স্যার ।

  2. I agree to join the paprika. It is my request.

Leave a Reply

Your email address will not be published.