কৌশিক দাশ

আরেকটা জীবনের অপেক্ষায়

একটা চেরির অপেক্ষায়

কতবার কেক বিন্যাস অসমাপ্ত রয়ে যায়

একটা পলাশের অপেক্ষায়

কতবার ক্ষয়ে যায় আমাদের দোল

একটা আমের মুকুলের অপেক্ষায়

কালবৈশাখী ফিরে যায়

একটা কুহুর অপেক্ষায়

কত ভার্সিটি বিকেল ব্যর্থ হয়

একটা কফি সুযোগের অপেক্ষায়

আমাদের কতজনের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়

একটা শব্দের অপেক্ষায়

কেটে যায় কবিদের ভোর

অথচ একটা সূর্যোদয়ের অপেক্ষায়

আমরা বুড়ো হই

একটা প্রেমের অপেক্ষায়

আমরা ধরে রাখতে চাই পাতায় জলের মতো জীবন

আরেকটা জীবনের অপেক্ষায়

 

তখন প্রেমের মন্ত্র বাঁধা হলো

আমরা যখন ছেড়ে আসছি গাঁ-খামার, বনবাদাড়, কালো পুকুর

আমার দু’হাতে ছিলো গ্লানি

তোমার বরাভয়

তুমি হাত ধরে টেনে তুললে সোনালি সড়কে

আমার কালি হয়ে যাওয়া চোখের বিপ্রতীপে

আলো জ্বাললে নয়ন জুড়ে

আমি সঠিকভাবেই পথ হারালুম সেই প্রথমবার

তুমি পথভ্রষ্ট আমাকে নিয়ে গোল্লাছুট দিলে মায়াবী শহরে

গোলকধাঁধা পেরিয়ে আলোকোজ্জ্বল নগরীতে যখন পা রাখলুম

আমার উত্তরণ হলো বোধে

ফিরে এলুম অশ্রুত প্রাণে

আর আমি নতজানু হলুম তোমার সমুখে

তুমি ঈশ্বরী অলৌকিক বিভায় গ্রহণ করলে নৈবেদ্য

আমাকে নিয়ে হেঁটে গেলে বৈকুণ্ঠের দিকে…

 

তখন প্রেমের মন্ত্র বাঁধা হলো।

Leave a Reply

Your email address will not be published.