হাতছানি  হরিণ শিশু পথ হারিয়ে বনের মাঝে ক্রন্দনে সাগর মাথায় বরফ গলে তোমার ঠোঁটের চুম্বনে। ভুরুর নীচে চোখের তারায় বনের পাখি চন্দনা ঊষর বুকে ভরদুপুরে জলপরিদের আলপনা। দূর পাহাড়ে আলোর পাখি নীলনীলিমায় সন্তরে, মাদল বাজে ধিতাং বোলে আমার প্রিয়ার অন্তরে। মনকেমনের বিকালবেলায় তোমায় ছোঁয়ার হাতছানি, সবুজ সবুজ মনের বাঁকে তোমার রূপের ঝলকানি।Continue Reading

এক শবদ দিলহোরে” (অফুরন্ত ভয়) সন্ধ্যা শেষে স্টেশন চত্বরে বসে ছিলাম উদাসীন ট্রেন এসে থামলো, চোখ আটকে গেল জানালায়, একটা হাত রেখেছে জানলার পাদানিতে,বন্ধ কাচের ওপারে থুতনি ছুঁয়ে আছে কব্জি,শুধু কব্জি আর পাতা টুকু মণিবন্ধে ঘড়ি, দুটো কাঁটা এক হয়ে থেমে গেছে কবে! এক ভাবনার ভঙ্গিমা, কী ভাবছে সে? এই মাত্র যে নদীটি পারContinue Reading

শোকযাপন ওষ্ঠ মাত্র প্রতারক পুড়ে যাওয়া চোখ আয়ু থেকে সুতো খুলে খুলে শীতকাল বোনে দিগন্ত ছিল না, তবু কুয়াশায় ভিজে গেছে অপরাধী হাত তুমি শুধু প্রশ্নহীন দূরের জানালা দৃশ্য নেই চিহ্ন নেই আগুন জ্বালাবে বলে একা একা জড়ো কর শোক ও সম্ভার।Continue Reading