সৃষ্টিকাল থেকেই নারী তার রূপে মুগ্ধ করেছে গোটা বিশ্ব ব্রক্ষ্মান্ডকে। আর সাজসজ্জা! এক কথায় বলতে গেলে তা নারীর ভূষণ। এর সঙ্গে জড়িয়ে সে আদি অনন্তকাল। সময়ের সাথে সাথে নারী তার বদলেছে সাজের ধরণ। তবে সম্প্রতি সেই সাজসজ্জায় ভাগ বসিয়েছে করোনা আতঙ্ক। তাই মুখে মাস্ক মাস্ট। রঙ বেরঙের লিপস্টিক ঢেকেছে আজ মাস্কে। কিন্তু তাতে কি? কালো হরিণ চোখের মায়ায় জড়িয়ে কত দিস্তে দিস্তে কাব্য যে লেখা হয়েছে, তার ইয়ত্তা নেই! আর সেই হরিণী চোখকে পুজোয় করে তুলুন আরোও মায়াময়ী। যত্ন নিন আপনার চোখ দুটির। এবার অদ্বিতীয়া শারদ বরণ ২০২১-এ রইল তারই কিছু টিপস।
চোখের যত্ন নিন বাড়িতেইঃ
সারাটাদিন কাজের শেষে ঘুমানো নিয়ে কোনও গড়িমসি করলে চলবে না। পর্যাপ্ত পরিমাণে ঘুম খুবই জরুরি। কারণ এটি কম হলে তার প্রভাব পড়ে চোখের ওপর । ক্লান্ত চোখের অন্যতম লক্ষণ চোখের নিচের কালচে ভাব। তাই আপনি যদি আপনার চোখ সুন্দর রাখতে চান তাহলে নিশ্চিন্ত হয়ে রাতে ঘুমান।
চোখের চারিধার ম্যাসাজ করুনঃ
ত্বকের তারুণ্য ও সৌন্দর্যে ফেসিয়াল ম্যাসাজ অন্যতম সেরা উপায়। তবে অপর দিকে আপনি জানেন কি চোখের নিচে বা চারপাশে হালকা ম্যাসাজ চোখের দ্বীপ্ততা রক্ষার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। আইপ্যাড ম্যাসাজের জন্য চোখের চারিপাশের এলাকায় রক্ত সঞ্চালন বাড়ে। আর চোখকে করে তোলে আরোও আর্কষনীয়।
জল পান করুন নিয়মিতঃ
ত্বক শুষ্ক হলে তার প্রভাব লক্ষ্য করা যায়, চোখের চারপাশে। চোখের নিচে ভাঁজ ডার্ক সার্কেল পড়ে এর ফলে। তার জন্য আপনাকে থাকতে হবে অলটাইম হাইড্রেটেড। কারণ, হাইড্রেটেড ত্বককে কোমল ও নরম করে। সেই জন্য সারা দিন নিয়ম করে পান করতে হবে জল। অপরদিকে নরম তুলোতে জল বা অ্যালোভেরা লাগিয়ে চোখের চারপাশে কিছুক্ষণ রাখতে পারেন। এতে চোখের চারপাশ আর্দ্র হবে আর চোখ দুটি সুন্দর হবে আরোও।
চোখ সাজান যতনেঃ
আইশ্যাডো পরুন রুচিসম্মতঃ
প্রথমেই আপনাকে চোখের রং বুঝে আইশ্যাডোর রং নির্বাচন করতে হবে। চোখের রঙের সাঙ্গে কনট্রাস্ট করে আইশ্যাডো ব্যবহার করলে সাধারণত ভালো দেখায়। মেকাপ আর্টিসদের মতে, কালো বা গাঢ় রঙের চোখের জন্যে ধুসর, নীল, সবুজ এবং বেগুনী রঙের শেড বেশ মানানসই। আর হালকা রঙের চোখের সঙ্গে তামাটে, বাদামী বা ব্রোঞ্জ শেড ভালো মানায়। তবে আইশ্যাডোর ক্ষেত্রে, প্রথমে হালকা করে আইশ্যাডো দিতে হবে কারণ একবার গাঢ় করে ফেললে সেটা তোলা খুবই দুরহ হয়। তাই প্রথমে হালকা ও পরে আস্তে আস্তে গাঢ় করতে হবে এর ক্ষেত্রে।
চোখ আঁকুন আইলাইনারেঃ
চোখের মেকআপ-এ আইলাইনার দেয়াটাও একটা দক্ষতার কাজ। কারণ আইলাইনার-ই আপনার চোখকে দেবে আসাধারণ একটা লুক। আপনার চোখের আকৃতিভেদে লাইনার প্রয়োগ ভিন্ন হতে পারে। যেমন গোলাকৃতি কিংবা ছোট চোখের জন্যে শুধুমাত্র বাইরের কোনায় অথবা শুধু উপরের পাতায় দিলেই চলে। পেন্সিলটি প্রথমে হাতের আঙ্গুলে ঘষে নিন, যাতে চোখে ব্যথা না লাগে। তারপর আই পেন্সিল দিয়ে আঁকতে হবে সুন্দর চোক দুটি। পরে লাইনের উপরে একটু পাউডার দিলে লাইনটি আর ছড়িয়ে যাবে না এবং দীর্ঘস্থায়ী হবে।
মাশকারায় নয়ন হরিণীঃ
মাশকারা ব্যবহার করার পূর্বে সম্ভব হলে আইল্যাশ কার্লার দিয়ে চোখের পাপড়িগুলো একটু ঘন করে ও কোকড়া নিতে পারেন। মাশাকারা আপনার চোখকে একটা ডেফিনেশন দেবে।
কনসিলারের ব্যবহার ভুলবেন না ভুলেওঃ
চোখের নিচে কোন কালো দাগ বা ডার্ক সার্কেল থাকলে কনসিলার (consealar) দিয়ে ঢেকে দিতে হবে। কনসিলার-এর রং যেন ত্বকের রং-এর সাথে ভালো করে ব্লেন্ড হয়ে যায়।
শেষ টাচ আপে আইব্রোঃ
আপনার চুলের রং থেকে এক শেড হালকা আইব্রো পেন্সিল দিয়ে ভ্রুটা ভালো করে এঁকে নিন। মনে রাখবেন, চুলের রং এর চেয়ে গাঢ় শেডের আইব্রো ব্যবহার করলে খুবই বেমানান লাগে।
- তাহলে এবার থেকে নিজেই এঁকে নিন নিজ চোখের মায়া! উপরের ধাপগুলি অনুসরণ করলেই পাবেন মোহনীয় দুটি চোখ। এখন আর চোখ সাজাতে পার্লার-এর খোঁজ নিতে হবে না! নিজেই নিজের চোখ রাঙান মনের মতো করে!