পুজোর সাজকথা

ঐতিহ্য বজায় রেখে শারদ বরণে প্রাদেশিকতার ছোঁয়া। এবার পুজোর সাজ হবে একটু আলাদা একটু অন্যরকম। ক্রপটপ লহেঙ্গার ফ্যাশনে সেজে উঠবে বঙ্গ ললনারা।

  • থ্রেড অ্যান্ড স্টোনওয়র্ক ফিনিশড ফ্যাব্রিকের ছোঁয়ায়, আকাশির সঙ্গে পিঙ্কের কম্বিনেশনে ক্রপ টপ লহেঙ্গায় সেজে উঠুন আপনিও।

 

  • পুজোর সাজে থাকুক ডিপ লাইটের কম্বিনেশন। ফিউশন ফ্যাশনে থাক ট্র্যাডিশনাল ছোঁয়া।

 

  • পুজোর বিশেষ দিনে থাক হালকা রঙের ছোঁয়া। এক্সক্লুসিভ স্টিল ও বেবি পিঙ্ক কালারের লহেঙ্গায় থ্রেড অ্যান্ড স্টোনওয়র্ক ফিনিশড ফ্যাব্রিক ওয়ার্কে হয়ে উঠুন মধ্যমনি।

জামদানী লহেঙ্গায় পুজোর প্যান্ডেল হপিং

পুজোর বাদ্যি বেজে উঠেছে। আর পুজো মানেই ফ্যাশন, যেখানে ট্র্যাডিশনাল সাজ না থাকলে একেবারেই বেমানান। তাই এই স্পেশাল দিনগুলিতে আপনিও সেজে উঠুন এক্সক্লুসিভ পোশাকে। আর তারই গাইডলাইন রইল অদ্বিতীয়ার শারদ বরণ ১৪২৮-এর পুজোর সাজকথায়।

  • অষ্টমীর বিকেলে হালকা সাজে আপনি সাজুন লাল রঙের ক্রপ টপ সঙ্গে কাশ্মীরি স্টিচের ফ্লোরাল ওয়ার্ক লহেঙ্গায়।

 

  • এক্সক্লুসিভ ব্লেক কম্বিনেশনে কাশ্নীরি স্টিচের ফ্লোরাল ওয়ার্ক ক্রপ টপ লহেঙ্গায় বান্ধবীদের মধ্যে মধ্যমনি হয়ে উঠুন আপনিও।

  •  পিঙ্ক কালারের ক্রপ টপের সঙ্গে হোয়াইট কালারের ফ্লোরাল মোটিভ জামদানী লহেঙ্গায়, নবমীর সকাল হোয়ে উঠুক আরও স্নিগ্ধ।

  • পুজোর যে কোনও বিশেষ দিনে থাক হলুদের ছোঁয়া। পিঙ্ক হাফ জেকেটের সঙ্গে হলুদ রঙের জামদানী লহেঙ্গার মেলবন্ধনে হয়ে উঠুন আপনিও অদ্বিতীয়া।

  • শারদ উৎসবে নীল রঙের জামদানী লহেঙ্গায় পিঙ্কের ফিউশন ফ্যাশনে ট্র্যাডিশনাল লুকে থাকুন লাইম লাইটে থাকুন আপনিও।

  • সবুজ পিঙ্ক গাউনে সাবেকিয়ানার ছোঁয়া।

  • পুজোতে হলুদ পিঙ্ক গাউনে আপনি হয়ে উঠুন অদ্বিতীয়া।

Leave a Reply

Your email address will not be published.