মেঘলা ডায়েরি
মন কেমনের মেঘলা আকাশ তিস্তা জমাই মনে
থমকে গেছে বন কুয়াশা দূরে পাইন বনে
পাকদন্ডী টপকে এসে গভীর খাতে জমাই
শেষ বিকেলের পড়ন্ত রোদ, বিষাদ সুরের সানাই
প্রাচীনকালের বার্তা রাখি চিলেকোঠার পাশে
সান্ধ্যকালীন খবর পাঠায় অসময়ে কার্নিশে
এখন আমি মেঘলা রঙের ডায়েরিতে আর খামে
অশ্রু রাখি যত্ন করে তোমারই ডাকনামে
উড়োচিঠির উপর তোমার পুরনো সেই নাম
ভিজিয়ে দিল এক পশলা মিটিয়ে দিল দাম!
এখনও যদি তিস্তা পাড়ে বৃষ্টি আসে জোরে
সত্যি বলছি ভিজতে ভিজতে তোমায় মনে পড়ে ।।
শরৎ এখানে এলে
এখানে রোদের জানালা খোলা
আকাশে নীল প্যাস্টেল ঢালা ।
এখনও শ্রাবণ ফিরে গেলে
আমি পড়ে যাই মুশকিলে ।
মেঘেরা লুটিয়ে পড়ে হেসে
ছায়ারা রোদের সঙ্গে মেশে—
আর এসব দেখে আমি
ভাবি ফিরবে কবে তুমি?
আমি রাংতা জমাই মনে
ছেঁড়া ঘুড়ি উড়ে পড়ে কোণে
এসব শরত এলেই ভাবি
উৎসব তোমায় করে দামি
অথচ এসব ছিল যত
প্রাচীনকালের ক্ষত!
এখন আমার শহর জুড়ে
ফড়িং ফুড়ুৎ ওড়ে !
মনের দেওয়ালে আজও
তুমিই রঙীন সাজো ,
পুজোর নতুন অ্যালবামে
পুরনো তুমিই নীলখামে!