১.দারোয়ান
তুমি ঘুমাও,আমার চোখে বহুদিন ঘুম নেই
অতন্দ্র প্রহরীর মতো জেগে আছি দুই হাতে তোমাকে আগলে
ইতিহাস জানে,যখন তখন যা-কিছু আলগা থাকে
ছিনিয়ে চলে যায় অন্য পাড়ার মানুষেরা
দেশও চুরি হয়,তারপর গভীর রাতে চুরির মাল ভাগাভাগি
ঘরবাড়ি,সংসার, মানুষজন তো আরও ‘সহজ চুরি’।
২.ভাঙন
ভিক্ষুকের মতো দুই হাত পেতে আছি তোমার কাছে বহুকাল
একটু মুখাগ্নির জন্য,এক সিকি ভালোবাসার
জন্য
বেঁচে যাওয়া এঁটো খেয়ে।প্রেমে দাসপ্রথা নেই।শুধু আত্মবিসর্জন আছে।
অথচ সহজেই আমাকে মাড়িয়ে আমার উপর
দিয়ে পিচ রাস্তা ঢালাইয়ের মত ডাম্পার চালিয়ে যাচ্ছো বান্ধবীদের কাছে ভিক্ষে করতে…